শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

বাউফলে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

অতুল পাল: সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ও মন্দির ভাঙচুর এবং হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের আইসিটি আইনে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সংগঠনের বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত কুমার সাহার সভাপতিত্বে আজ সোমবার বিকেল ৪ টায় বাউফল ডাকবাংলোর মোরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হয়রানি, হামলা-মামলা, গ্রেপ্তার, মন্দির-বাড়িঘর ভাঙচুর, জোর করে জায়গা-জমি দখলসহ কোন প্রকার তদন্ত ছাড়াই আইসিটি আইনে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার, দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা এবং ইতোমধ্যেই আইসিটি আইনে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার কোষাধ্যক্ষ শংকর বণিক প্রমূখ। ঘন্টাব্যপি মানববন্ধনে উপজেলার বিভিন্ন হিন্ধু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments