ওসমান গনি: “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্ততি”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দিনা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কুমিল্লার চান্দিনায় মুজিববর্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে এবং সিপিপির ৫০ বছর পূর্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি )রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলামের এর সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহান আরা বেগম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, আমার বাড়ি আমার খামার উপজেলা সমন্বয়কারী মো. আনোয়ারুল আজীম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.আরিফ বিল্লাহ, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, বাড়েরা ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান মো.খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. আতিকউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি সুভাষ চন্দ্র সরকার, মাইজখার ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল্লাহ, কার্য সহকারি লিটন কুমার রায়, অফিস সহায়ক রাজু আহমেদ, সুমন চক্রবর্তী।