শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

ফেরদৌস সিহানুক শান্ত: আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, বরেন্দ্র কৃষি খামারের স্বত্বাধিকারী মোঃ মুনজের আলম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. বিমল কুমার প্রামনিক। বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিতে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে।

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে। বৃহত্তর কৃষির আঙিনায় মাঠ ফসল, ফলমূল, শাকসবজির পাশাপাশি প্রাণিজ আমিষ উৎপাদনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ।
সরকার এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এখন সময় এসেছে পুষ্টিকর খাবারের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিরাপদ খাদ্যের সাথে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে হবে। এজন্য সরকার কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments