বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছার ৮ ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

পীরগাছার ৮ ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

ফজলুর রহমান: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলার আট ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচার-প্রচারনায় কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

নিজের পছন্দের প্রতীক পেয়ে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়াও উপজেলার অধিকাংশ ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দী দলের পদে থাকা একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। নৌকার প্রার্থীরা নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধায় উপজেলার রহমতচর দাখিল মাদ্রাসা মাঠে দলীয় মনোনয়ন পাওয়া তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই বারের সাধারন সম্পাদক শাহিন সরদারকে নির্বাচনী কর্মী সভা করতে দেখা গেছে। সেখানে চেয়ারম্যান প্রার্থী শাহিন সরদারসহ অন্যান্য বক্তারা ভোটারদের কাছে নিজেদের নানা প্রতিশ্রুতির দিক তুলে ধরেছেন। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব সুজন এর সঞ্চালনায় নৌকা মার্কার নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

এদিকে উপজেলার তিনটি ইউনিয়নে দলীয় পদ হারানোর তোয়াক্কা না করেই ভোটের মাঠে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন সরকার দলীয় অনেক মনোনয়ন বঞ্চিতরা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্ঠা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাম্বুলপুর ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত দুই জন প্রার্থী চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। মোটরসাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক সোহরাব হোসেন মিঠু। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। ঘোড়া মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন নুরুজ্জামান সরকার @ জামাল বি এস। তিনি তাম্বুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য। অপরদিকে মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান রওশন জমির রবু সরদার। রহমতচর দাখিল মাদ্রাসা মাঠে প্রবীণ আওয়ামীলীগ নেতা আঃ জলিল এর সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব, ত্রান বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মোহিনী, ফজলুল হক মেম্বার, যুবলীগ সভাপতি শাহিন সরকার, স্বেচ্ছোসেবক লীগ সভাপতি তাজরুল ইসলাম মন্টু, বিএনপির ইউনিয়ন সাংগাঠনিক সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় যুব সংহতির সভাপতি রাজা মিয়া, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments