বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ৮’শ ৯৫ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

সুন্দরগঞ্জে ৮’শ ৯৫ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউপি’র আসন্ন সাধারণ নির্বাচনে পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৮’শ ৯৫ জন প্রার্থী স্ব-স্ব ইউপি’র নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্র্র্নিং অফিসার নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেনে।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল মোতাবেক এসব ইউপি’র ৩ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মোট ১’শ ৪ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ২’শ ২০ জন (নারী) ও সাধারণ সদস্য পদে ৫’শ ৭১ জন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউপি’র ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন। এসব ইউনিয়নের মধ্যে বামনডাঙ্গায় চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ৩ আসনের মোট ২০ জন ও সাধারণ সদস্য পদে ৯টির স্থলে ৩৯ জন। একই সংখ্যক পদে সোনারায় ইউপিতে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১৪, সাধারণ সদস্য পদে ৩৪ জন, তারাপুরে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১৮, সাধারণ সদস্য ৪১, বেলকায় চেয়ারম্যান পদে ০৪, সংরক্ষিত ১০, সাধারণ সদস্য পদে ৩২, দহবন্দে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ১৬, সাধারণ সদস্য পদে ৪৬, সর্বানন্দে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ২০, সাধারণ সদস্য পদে ৫৯, রামজীবনে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত ২০, সাধারণ সদস্য পদে ৪৭, ধোপাডাঙ্গায় চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১৪, সাধারণ সদস্য পদে ৪১, ছাপড়হাটিতে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত ১৬, সাধারণ সদস্য পদে ৫৬, শান্তিরামে চেয়ারম্যান পদে ১৩, সংরক্ষিত ২১, সাধারণ সদস্য পদে ৫২, কঞ্চিবাড়িতে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ২১, সাধারণ সদস্য পদে ৫৪, শ্রীপুরে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত ২০, সাধারণ সদস্য পদে ৪৩ ও কাপাসিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১০ ও সাধারণ সদস্য পদে ২৭ জন। এসব ইউনিয়নের মধ্যে শ্রীপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা ১১ জন (নারী)। আসন্ন এ নির্বাচনে প্রত্যেক ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রত্যেক ইউনিয়নে ১ জন করে মোট ১৩ জন। জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) বামনডাঙ্গা ইউনিয়নে ২ জন, সোনারায়, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, ছাপড়হাটি, শান্তিরাম, কঞ্চিবাড়ি, শ্রীপুর ও কাপাসিয়ায় ১জন করে মোট ১২ জন। এছাড়া, অপর ২ ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নেই। এদিকে, রামজীবনে কৃষক শ্রমিক জনতা লীগ, ছাপড়হাটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কঞ্চিবাড়িতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রয়েছেন ১ জন করে। এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে অপর সকল প্রার্থীই স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে হরিপুর ও চন্ডিপুর ইউপি’র তফশীল ঘোষণা না হওয়ায় আগামী ২৮ নভেম্বর এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে না। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments