বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওরে আটককৃত দুই লক্ষাধিক টাকার চটাজাল আগুনে পুড়ে ধ্বংস 

টাঙ্গুয়ার হাওরে আটককৃত দুই লক্ষাধিক টাকার চটাজাল আগুনে পুড়ে ধ্বংস 

আহাম্মদ কবির: সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট ও মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশ সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে গত ৪, নভেম্বর দুই লক্ষাধিক টাকার আটককৃত দুটি চটাজাল আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।

আজ রবিবার (৭নভেম্বর) টাঙ্গুয়ার হাওর গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য নিধন ঠেকাতে এ অভিযান৷ চলমান থাকবে, তাহিরপুর উপজেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদসহ অন্যান্য সম্পদ রক্ষায় বদ্ধপরিকর,এ ব্যাপারে উনি সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments