শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীর ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কালিহাতীর ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তৃতীয় ধাপে ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫৭জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ২০ জন।

বৃহস্পতিবার ১১ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কালিহাতী উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে ৩৯ জন চেয়ারম্যান প্রার্থীর দাখিলকৃত বৈধ মনোনয়নের মধ্যে ৮ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে বল্লা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন, পাইকড়া ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন ও সেকান্দর আলী, সহদেবপুর ইউনিয়নে মোঃ আব্দুস ছালাম ও মোঃ ইসমাইল হোসেন, নারান্দিয়া ইউনিয়নে ইকবাল হোসেন রিন্টু ও জামাল হোসেন এবং দশকিয়া ইউনিয়নে রাসেল ভূঁইয়া। এছাড়াও সংরক্ষিত সদস্য পদে ১০৩ জনের মধ্যে ২ জন এবং ৩১৫ জন সাধারণ সদস্য পদে প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪২৭ জনে। এরমধ্যে চেয়ারম্যান পদে পাইকড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments