মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছা ইউপি নির্বাচনে আ.লীগের ৩, বিএনপির ৩, জামায়াত ১ ও জাতীয়পার্টির ১...

পীরগাছা ইউপি নির্বাচনে আ.লীগের ৩, বিএনপির ৩, জামায়াত ১ ও জাতীয়পার্টির ১ প্রার্থীর জয়

ফজলুর রহমান: রংপুরের পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন, বিএনপি সমর্থিত তিন, জাতীয়পার্টি ও জামায়াত সমর্থিত একজন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলার পারুল ইউনিয়নে আওয়ামীলীগের তোফাজ্জল হোসেন নৌকা মার্কায় ১০,০০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ঘোড়া মার্কায় পেয়েছেন ৯৪০৩ ভোট। সাবেক ও বর্তমান দুই জন চেয়ারম্যানকে হারিয়ে নতুন মুখ হয়েও চেয়ারম্যান নির্বাচিত হলেন তোফাজ্জল হোসেন। ইটাকুমারী ইউনিয়নে আওয়ামীলীগের আবুল বাশার নৌকা মার্কায় ৭০৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম লাঙ্গল মার্কায় পেয়েছেন ৫৭২২ ভোট । অন্নদানগর ইউনিয়নে আওয়ামীলীগের আমিনুল ইসলাম নৌকা মার্কায় ৫৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মাহবুবার রহমান ঘোড়া মার্কায় পেয়েছেন ৫৭৪৪ভোট। পীরগাছা সদরে বিনএপির প্রার্থী মোস্তাফিজুর রহমান রেজা আনারস মার্কায় ৮৮৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী শাহ রনজু মিয়া লাঙ্গল মার্কায় ৮১৪০ ভোট পান। ছাওলা ইউনিয়নে বিএনপির নাজির হোসেন মোটর সাইকেল মার্কায় ১৪৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী আব্দুল হাকিম নৌকা মার্কায় ৭৬২৪ ভোট পান। নৌকার প্রার্থীকে প্রায় ৭ হাজার ভোটে পরাজিত করে চতুর্থ বারের মত ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজির হোসেন। কান্দি ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুস ছালাম আজাদ জুয়েল আনারস মার্কায় ১০১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী আমিনুল ইসলাম রাজ্জাক নৌকা মার্কায় ৫৩৮৭ ভোট পান। নতুন মুখ হয়েও আব্দুস ছালাম আজাদ জুয়েল উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সবোর্চ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাম্বুলপুর ইউনিয়নে পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল আনারস মার্কায় ৭২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন মিঠু মোটরসাইকেল মার্কায় ৫৭২৯ ভোট পান। কৈকুড়ি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী নুর আলম লাঙ্গল মার্কায় ৮৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী শফিকুল ইসলাম লেবু মন্ডল নৌকা মার্কায় ৭১৬৩ ভোট পান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments