শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২

পীরগাছায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় জয় পরাজয় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন আহত ও একজন নিহত হয়েছেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আরও বলেন, চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মারা গেছেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদশীরা জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে অন্নদানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন পঞ্চানন গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ও ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম। নির্বাচন ফলাফলে রিয়াজুল ইসলাম ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৫২৪ ভোট পেয়ে পরাজিত হন। প্রাপ্ত ফলাফলকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক পঞ্চানন গ্রামের মৃত মোহন উদ্দিনের ছেলে আব্দুর রহিম দৌঁড়ে পালানোর সময় উল্টে পড়ে হার্ট অ্যাটাক করে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ওই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে আজিজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাদল মিয়াকে নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহত ব্যাক্তির পরিবার থেকে মামলা দিলে মামলা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments