মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাআগামীতে বুকের তাজা রক্ত ঢেলে হলেও রাজপথে গণ-আন্দোলন: রংপুরের বিএনপি নেতাদের হুঁশিয়ারি

আগামীতে বুকের তাজা রক্ত ঢেলে হলেও রাজপথে গণ-আন্দোলন: রংপুরের বিএনপি নেতাদের হুঁশিয়ারি

জয়নাল আবেদীন: বিএনপি‘র জনক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুরের বিএনপির নেতারা।

তাঁরা আগামীতে বুকের তাজা রক্ত ঢেলে হলেও রাজপথে গণ-আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার দুপুরে রংপুর নগরির গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড চলমান রয়েছে। একের পর এক ষড়যন্ত্র করছে সরকার। বিরোধী শক্তিকে দাঁড়াতে দিতে ভয় পাচ্ছে। এ কারণে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির চেয়ারপার্সনসহ শীর্ষ নেতাদের আটক করে রাখা হয়েছে। অনেক নেতা সরকারের কৌশলী ষড়যন্ত্রে অসময়ে মারাও গেছেন। এখন তাদের টার্গেট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।

একইসঙ্গে সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নয়ন প্রমুখ। এ সময় মহানগর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments