শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১৩

বাংলাদেশ প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ বাজারের হারুন মন্ডল প্লাজার আন্ডার গ্রাউন্ড মাকেটের তীর্থ টেলিকম নামক ইলেকট্রনিক্স দোকানের ভিতর হইতে ০১টি সচল কম্পিউটারের সিপিইউ যাহাতে ইংরেজিতে Asus লেখা আছে, যার মধ্যে পর্নোগ্রাফি ভিডিও আছে, যার HD(move) Folder, এর মধ্যে পর্নোগ্রাফি ভিডিও রয়েছে, (খ)০১টি ১৯ ইঞ্চি মনিটর যার গায়ে ইংরেজিতে HAIKO লেখা আছে, (গ) একটি JDEL লেখা কি বোর্ড,(ঘ) একটি মাউস যাহাতে ইংরেজিতে A4TCCH লেখা,(ঙ) ০১টি পাওয়ার ক্যাবল,(চ) একটি ভিজিও ক্যাবল সহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে আসামী ১। দূর্জয় চন্দ্র সরকার ওরফে দূর্জয় দেব (১৯) পিতা চিত্তরঞ্জন সরকার, সাং-বরকুট সমাজ, ডাকঘর-সমাজ, থানা মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন সম্ভুগঞ্জ ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন রাস্তার উপর হইতে ১২ (বার) বোতল ভারতীয় মদ প্রতিটি বোতলের কভারে ও লেবেলে ROYAL, STAG WHISKY, 750 ML ,MADE IN INDIA লেখা আছে। যাহার মোট ওজন (12X 750 )=09 (নয়) লিটার ,যাহার প্রতিটি বোতলের অনুমান মুল্য ৩০০০/-টাকা করিয়া মোট অনুমান মূল্য (12X 3000) =36000/= টাকা ,২। একটি VIVO এ্যানড্রয়েড টার্চ মোবাইল ফোন যাহার মডেল VIVO Y12A যাহাতে সীম নং ০১৮৬০৫৭৬০১৫ যাহার প্যাটান লক ৬০৫৭৬০ ,৩। নগদ ১৯০ মোট টাকা সহ আসামী ১। মোঃ রাসেল আহমেদ @রানা(২২) পিতা মোঃ আবুল কালাম সাং মেনকী ফানদা থানা- দূর্গাপুর, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা মেডিকেল গেইট এলাকা হইতে ডাকাতির চেষ্টায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। মোঃ শহিদ (৩৩), পিতামৃত-ইউসুফ আলী, সাং-আটানী পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গেফতার করা হয়।

এএসআই(নিঃ) মনিরুজ্জমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চর জেলখানা এলাকা হইতে সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ রুবেল মিয়া, পিতা-আঃ মান্নান, সাং-চর জেলখানা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাইজবাড়ী সাকিনস্থ জনৈক ফজলুল হক এর হাফ বিল্ডিং ঘর হইতে নিন্মোক ০৫জন জুয়াড়ীকে নগদ ১৫৪০/- (এক হাজার পাঁচশত চল্লিশ) টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৭০ (সত্তর) টি তাস সহ গ্রেফতার করা হয়। জুয়াড়ী ০৫ জন ১। মোঃ ফজলুল হক(৫৫) পিতামৃত-সমশের আলী ২। মোঃ জুলহাস (৩৫), পিতা-আঃ হাই ৩। খোরশেদুজ্জামান (৩৫), পিতা-মোঃ মোস্তফা ৪। শফিকুল ইসলাম (৪০), পিতামৃত-কামাল উদ্দিন ৫। আঃ বাছেদ বাচ্চু (৫২), পিতামৃত-আঃ হাই সর্ব সাং-মাইজ বাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে চ্চ স্বরে চিল্লা হেল্লা করিয়া জনসাধারনের চলাচলের অসুবিধা সৃষ্টি করার অপরাধে নিম্নোক্ত ০৫জন কে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করিয়া বিজ্ঞ্ আদালতে প্রেরন করা হয়।

পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ১। মোঃ রফিকুল ইসলাম @ রফিক (৩৬), পিতামৃত-ইউনুস আলী, সাং-কুমারগাতা থানা-মুক্তাগাছা, এপি/সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প ২। মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং-ভাঙ্গামারীচর, থানা-গৌরীপুর এপি/সাং-থানাঘাট বস্তি ৩। মোঃ সুমন মিয়া (৩১), পিতামৃত-আঃ সোবহান ৪। আহাদুল হক(২৮), পিতামৃত-রফিক মিয়া, উভয় সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

সর্বমোট ১৩ জন আসামীদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments