শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারাজৈরে চেয়ারম্যান পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল

রাজৈরে চেয়ারম্যান পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল

আরিফুর রহমান: মাদারীপুরের রাজৈর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহষ্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্রগুলো দাখিল করেন প্রার্থীরা।

এসময় সংরক্ষিত মহিলা আসনে ৬২ জন ও সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ১৭১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, কমদবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪, সংরক্ষিত মহিলা আসনে ৯, সাধারণ মেম্বার প্রার্থী ২৮ জন। ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৫, সংরক্ষিত মহিলা আসনে ১০, সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ২৯ জন। হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬, সংরক্ষিত মহিলা আসনে ৯, সাধারণ মেম্বার প্রার্থী ২২ জন। বাজিতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারণ মেম্বার প্রার্থী ৩৫ জন। পাইকপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৮, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারণ মেম্বার প্রার্থী ৩২ জন ও কবিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪, সংরক্ষিত মহিলা আসনে ১০, সাধারণ মেম্বার প্রার্থী ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর সোমবার প্রার্থিতা যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। ৬টি ইউনিয়নের মোট ৫৫টি কেন্দ্রে ২৪৮টি বুথে ভোট গ্রহণ চলবে। উপজেলার ৬টি ইউনিয়নে নারী ভোটার ৪২০২৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৪৫৩১০ জনসহ মোট ৮৭৩৩৮ জন ভোটার রয়েছেন। ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments