রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ১৩ ইউনিয়নের ৪টিতে আ'লীগ, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রংপুরে ১৩ ইউনিয়নের ৪টিতে আ’লীগ, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

জয়নাল আবেদীন: রংপুরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথীরা জয় পেয়েছে ৪টি ইউনিয়নে। বাকি ৯টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৮টি ও জাসদের প্রার্থী একটিতে জয় লাভ করেছেন।

জানাগেছে, রংপুর সদর উপজেলার মমিনপুর ও খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বহিস্কৃত দুই বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। মমিনপুর ইউনিয়নে মিনহাজুল ইসলাম আনারস প্রতিকে ৫ হাজার ১শ৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। তারঁ নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজাউল করিম রাজু মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ২৬১ ভোট পেয়েছেন। খলেয়া ইউনিয়নে মোত্তালেবুল হক ঢোল প্রতিকে ৯ হাজার ৩শ৭৮ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। তার তারঁ নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের হাসানুজ্জামান হাসু শাহ পেয়েছেন ৫ হাজার ৬শ৯০ ভোট। এদিকে কাউনিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সারাই ইউনিয়নে আশরাফুল ইসলাম ( নৌকা), হারাগাছ ইউনিয়নে রাজু আহমেদ ( আনারস- বিদ্রোহী), কুর্শা ইউনিয়নে আব্দুল মজিদ (আনারস,-বিদ্রোহী),শহীদবাগ ইউনিয়নে আব্দুল হান্নান (নৌকা), বালাপাড়া ইউনিয়নে আনছার আলী (নৌকা) এবং টেপামধুপুর ইউনিয়নে রাশেদুল ইসলাম (মটরসাইকেল- বিদ্রোহী)। এতথ্য বেসরকারিভাবে পাওয়া গেছে। অপরদিকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (চশমা মার্কা) ইদ্রিস আলী, কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী আফজালুল হক সরকার, হারিয়াকুটি ইউনিয়নের জাসদের কুমারেশ রায় (মশাল) সয়ার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আল ইবাদত পাইলট (মটর সাইকেল) আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র রবিউল ইসলাম রাসেল মটর সাইকেল মার্কা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। এদিকে খোদ দলীয় নেতা কর্মীরা বলছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতীকের চেয়ে ব্যাক্তির গ্রহনযোগ্যতা ভোটারগণ দেখে থাকেন ফলে কে কোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেন তা দেখার বিষয় থাকেনা । যার বাস্তব চিত্র রংপুরে । এখানে যারা মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন তাদের দেয়া হয়নি । ফলে ফলাফল দাঁড়ালো ১৩টির মধ্যে ৪টিতে নৌকার জয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments