বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাশ্রীপুরে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতের গ্রেপ্তার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ডেন থ্রেড নামের একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (২৯নভেম্বর) সাড়ে তিনটার দিকে পৌর এলাকার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, অভিযোগ গত ২৩ নভেম্বর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কারখানার গোডাউনে ডাকাতি ঘটনা ঘটে। এসময় কারখানার কাঁচামাল সহ মেশিনপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে।

এবিষয়ের কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। প্রায় ৩০মিনিট পর যানচলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments