আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ আহত হয়েছেন ৬ জন। জানা যায়, বুধবার সকালে সোনারায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দেলদার হোসেন মোটরসাইকেলযোগে উক্ত বাজারে এলে এ সহিংস ঘটনা ঘটে।
গত রবিবার (২৮ নভেম্বর) উক্ত ইউনিয়নের নির্বাচনের বিষয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আ’লীগ নেতা দেলদার হোসেনকে মারপিটের পর দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দেলদার হোসেন (৪৫), ছেলে শাহাদৎ হোসেন ওরফে শান্ত (২৩), বড় ভাই গোলজার হোসেন (৫০) ও অপর পক্ষের মঞ্জু মিঞা নামে ৪ জনসহ পরদিন (২ ডিসেম্বর) আ’লীগ নেতা দেলদার হোসেনের চাচাত রাকিবুল হাসান রাকিব ও সাফা মিয়া মারপিটের ঘটনায় আহত হয়ে একই পরিবারের ৫জনসহ উভয় পক্ষের ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আ’লীগ নেতা দেলদার হোসেন বলেন, তার পরিবারে ৫ সদস্যকে নির্বাচনী প্রতিপক্ষের লোকেরা সোনারায় বাজারে মারপিট করে আহত করেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি রনজিৎ কুমার সরকার নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে হেরে যান। তিনি সোনারায় মাদ্রাসা ভোট কেন্দ্রে ২০ ভোট পেয়েছেন বলে ক্ষুব্ধ। ইউনিয়ন আ’লীগের সভাপতি রনজিৎ কুমার সরকার ও সাধারন সম্পাদক আবু নাসের মিরানের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা হলে তারা বলেন, এটা রাজনৈতিক ঘটনা নয়। থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এক পক্ষের লোকজনকে পেয়েছি।
আগে ২ পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় যারা আহত হয়েছেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। কোন লিখিত অভিযো হয়নি। ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম চিকিৎসারত আহতদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।