শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাদেশের অন্যান্য বিভাগের চেয়ে অভিবাসনে রংপুর পিছিয়ে

দেশের অন্যান্য বিভাগের চেয়ে অভিবাসনে রংপুর পিছিয়ে

জয়নাল আবেদীন: অভিবাসনের দিক দিয়ে দেশের অন্যান্য বিভাগের চেয়ে রংপুর অনেক পিছিয়ে আছে। ২০২০ সালে কমিল্লা জেলা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে ২৪ হাজার। আর অন্য দিকে রংপুর জেলা থেকে পাড়ি দিয়েছে মাত্র ৪ শ ৭৬ জন। এর পরে রয়েছে দিনাজপুর জেলা ।

এই জেলা থেকে বিভিন্ন দেশে অভিবাসনে গেছে ৪ শ ৬১ জন। মঙ্গলবার দুপুরে নগরীর দমদমা এলাকায় অবস্থিত রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়।সেমিনারে বলা হয় ২০১৬ সাল থেকে ২০২০ বছর রংপুর কারিগরিক প্রশিক্ষণ কেন্দে প্রাক বর্হিগমন প্রশিক্ষণ নিয়ে ১ হাজার ৭ শ ৪০ জন বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছেন। আর চলতি বছরে নভেম্বর মাস পর্যন্ত গেছেন ১ হাজার ৪ শ ২৭ জন। এর মধ্যে মহিলা হাউজ কিপার রয়েছেন ১ শ ৫০ জন।সেমিনারে আরো বলা হয়, অভিবাসনের দিক দিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে রংপুরের অবস্থান ১০ নম্বরে। আগামীতে যেন রংপুর জেলা অভিবাসনের দিক থেকে আরো এগিয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। রংপুর কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রাধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এম ডাবিø রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, রংপুর যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments