শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটের বটতলী বাজারে তুচ্ছ ঘটনায় গ্রামবাসীর হামলা, আহত ৩

জয়পুরহাটের বটতলী বাজারে তুচ্ছ ঘটনায় গ্রামবাসীর হামলা, আহত ৩

শফিকুল ইসলাম: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে সরকারি জায়গায় প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকান দেওয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় হাট ইজারাদার সহ তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন, তিলাবদুল মৃধাপাড়া গ্রামের ফুলবর হোসেন (৩৫) ও তিলাবদুল নামাপাড়ার আনোয়ার হোসেন (২৫) ও বটতলী হাট ও বাজার ইজারাদার মোস্তাফিজার রহমান মোমেন (৫৫)। তাদের জয়পুরহাটে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতেই ইজারাদার মোস্তাফিজার রহমান ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়,বটতলী বাজারের চারমাথা মোড়ে সরকারি জায়গায় দীর্ঘদিন থেকে ফলের দোকান করছিল পাশর্^বর্তী জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের প্রতিবন্ধী যুবক শহীদ মিয়া। রোববার সকাল ১১টার দিকে তাকে মারপিট করে দোকান তুলে দেয় স্থানীয় শাহপাড়া গ্রামের ব্যবসায়ী জহুরুল ও তার ভাই হযরত আলী। খবর পেয়ে সন্ধ্যায় বাজার সমিতির সভাপতি দুলাল মিয়া রাতে আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা করার আশ^াস দিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী জহুরুল ও হযরত লাঠি-সোটা সহ শাহপাড়া গ্রামবাসীদের সাথে নিয়ে বটতলী বাজারের ব্যবসায়ী দুলাল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। বাধা দিতে গিয়ে তাদের হামলায় ইজারাদার সহ তিনজন আহত হয়। পরে জয়পুরহাট সদর,ক্ষেতলাল থানা ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশিক আহম্মদ জেবাল জানান,‘অহতদের মধ্যে একজনের মাথা ফেটে যাওয়ায় সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দু’জনের শরীরে আঘাতের ব্যথা আছে। বটতলী বাজার বণিক সমিতির সভাপতি ও ক্ষেতলাল পৌর আ’লীগের সভাপতি দুলাল মিয়া বলেন,‘প্রতিবন্ধী একজন ফল ব্যবসায়ীকে মারপিট ও অন্যায়ভাবে ব্যবসায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাহপাড়া গ্রামবাসী লাঠি নিয়ে অতর্কিতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে’। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্র নাথ মন্ডল বলেন,‘গন্ডোগোলের খবর পেয়ে বটতলী বাজারে পুলিশ নিয়ে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ সময় জয়পুরহাট সদর থানা,গোয়েন্দা ও দাঙ্গা পুলিশ বাজারে উপস্থিত করা হয়। এ ঘটনায় হাট ইজারাদারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments