শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

বাংলাদেশ প্রতিবেদক:  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন কৈয়ারচর এলাকা হইতে ফুলবাড়ীয়া থানা পুলিশের সহায়তায় শিশু ধর্ষন অপরাধে ধর্ষন মামলায় কিশোর অপরাধী ১।শুভ চৌহান (১৬), পিতা-বাদল চৌহান, মাতা-লক্ষী চৌহান, সাং-চরকালীবাড়ী, তুলার মিল সংলগ্ন, কামাল কমিশনারের বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ভাটিকাশর, বাঘমারা বাউন্ডারী রোডস্থ আসামীদ্বয়ের বাড়ী হইতে নিয়মিত মামলার আসামী ১। দিলারা আমিন (৪২), পিতা-আমিনুল ইসলাম, ২। রিপন মিয়া (২৪), পিতামৃতঃ মনহর আলী, উভয় সাং- ভাটিকাশর, ০৬নং বাঘমারা বাউন্ডারী রোড, ১৯নং ওয়ার্ড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া ওয়ারলেস গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মিশুক অটো চুরির অপরাধে চুরি মামলার আসামী ১। মোঃ ফজলুল হক (৪২), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-ফজিলা খাতুন, সাং-কিসমত মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতঃ আসামীর হেফাজতে হইতে বাদীনির চুরি যাওয়া একটি ব্যাটারী চালিত লাল রংয়ের মিশুক গাড়ী যাহার ময়মনসিংহ সিটি কর্পোরেশন লাইসেন্স নং-১৫৩০, যাহার মূল্য ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার)টাকা উদ্ধার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ) নিরুপম নাগ তাহার পুরাতন চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১।বাবুল (৩২), পিতা-আব্দুল মোতালেব, সাং-কৃষ্টপুর দিলরওশন মসজিদ সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন কৃষ্টপুর এলাকা হইতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments