জয়নাল আবেদীন: রংপুর নগরির কামাল কাছনায় গতকাল শুক্রবার সকালে রসিক মেয়র বায়তুর রহমান জামে মসজিদ নির্মানের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কামালকাছনা বায়তুর রহমান জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট ওষুধ ব্যবসায়ি মোঃ নুরুজ্জামান , মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দিন, দাতা সদস্য ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সমাজ সেবক আবু সুফিয়ান, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রেকৌশলী সিরাজুল ইসলাম। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ। এ সময় ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দিন বলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সহযোগিতার ২৪ নং ওয়ার্ডেও বিভিন্ন পাড়ায় উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে।