জয়নাল আবেদীন: রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শতাধিক দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে।
শুক্রবার সকালে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে রংপুরে শতাধিক দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি শরিফুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, উপ স্কুল বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষা উপকরণ বিতরণ শেষে রংপুর জিলা স্কুল মাঠের চার পাশে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। বক্তারা বলেন শিশুরা কোন দলের হয়না এরাই জাতির ভবিষ্যত। তবে এইসব দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ দেয়া শুধু ছাত্রলীগের দায়িত্ব নয় অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে তাদেরও এগিয়ে আসা দরকার ।