জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ২ কেজি গাঁজা উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনাননের সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ তিনমাথা খাসবাগ জি এল রায় রোড নাজমুন নাহার হাসপাতালের সামনে মাদকদ্রব্য ২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার রাজার হাট থানার আব্দুল হাই নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে । পুলিশ পরিদর্শক ছালেহ্ আহাম্মদ পাঠান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।