সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ৷আজ ৭ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে দশটায় শহরের অভিজাত রেষ্টুরেন্ট ফুডপার্ক এর কনফারেনস রুমে আব্দুস ছাত্তার ( আমাদের সময়) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কার্যকরী কমিটি বিলুপ্তি করে এ আহবায়ক কমিটি গঠন হয়েছে৷
সিনিয়র সাংবাদিক আঃ বাতেন হিরু আহবায়ক ও সদস্য চারজন হলেন নজরুল ইসলাম , সাহারুল হক সাচ্চু , রাজু আহমেদ সাহান , জয়নাল আবেদীন জয়৷ এ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , কল্যাণ ভৌমিক ,এ আর জাহাঙ্গীর , জয়নাল আবেদীন জয়, নজরুল ইসলাম , সাহারুল হক সাচ্চু , রেজাউল করিম বাচ্চু , রাজু আহমেদ সাহান , হাফিজুর রহমান বাবলু ৷ সভায় আরো উপস্থিত ছিলেন সাহেব আলী , কামরুল হাসান, আল মাহমুদ , সজীব আহমেদ, শিমুল , হাফিজুর রহমান হাফিজ ৷