বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে শীতকালীন যৌথ প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনী ২৫০ জন দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ।
শুক্রবার বিকেলে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকার খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, বগুড়া সেনানিবাসের স্টেশন সদর দপ্তর বগুড়ার স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুল গনি এসইউপি,জি। শীতবস্ত্র বিতরনকালে আরও উপস্থিত ছিলেন, লে.কর্ণেল রুবাইয়াদ তারিন মৌরি এডিএসটি, বগুড়া সেনানিবাসের স্টেশন সাপ্লাই ডিপোর অধিনায়ক মেজর মোঃ রাকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুল গনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শত জন্মবার্ষিকী ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনী দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে আসছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রথম দফায় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ উপজেলার নুকালী উচ্চবিদ্যালয় মাঠে ২ হাজার ৫’শ হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।