জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর নিসবেতগঞ্জে অবস্হিত শতরঞ্জি পল্লী রংপুর লিমিটেডে আগুন লেগে ৫০টি তাঁত মেশিন, কিছুশতরঞ্জী, সুতা ও একটি মটর সাইকেল পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক ২টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার রাতে আমরা আগুন দেখে ছুটে আসি আগুন নিভানোর চেষ্টা করি ও ফায়ার সার্ভিসে সংবাদ দেই পওে ফায়ার সার্ভিস এসে আগুন পুরো নয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সৃষ্টি হতে পারে বলে তারা জানান। এ ব্যপাওে শতরঞ্জি পল্লী লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের উৎপত্তি হয়। আগুনে পুড়ে আমাদের প্রায়ত্রিশ লক্ষাধীক টাকার ক্ষতি হয়।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, রাতে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট শতরঞ্জি পল্লীতে গিয়ে প্রায়ি বশি মনিটে একগাড়ি পানি ব্যবহারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিকশর্ট সার্কিট হতেআগুন লাগতে পারে। আগুনে আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষতিহয়েছে এবং ৭ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।