শফিকুল ইসলাম: জয়পুরহাটে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী কে হুইল চেয়ার ও ২০০ জন প্রতিবন্ধী পরিবারের হাতে কম্বল তুলে দেন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের আবুল কাশেম ময়দানে প্রধান অতিথি হিসেবে শারীরিক প্রতিবন্ধী হাতে হুইল চেয়ার ও কম্বল তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি,রাজা চৌধুরী, জেলা এনজিও সমন্বয় কমিটির উপদেষ্টা নন্দলাল পার্শী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা। পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সমাজের বিত্তবানদের তাঁদের পাশে দাঁড়ানোর আহবান জানান এসপি।