বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও ঠেলাগাড়িসহ পাথর আটক

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও ঠেলাগাড়িসহ পাথর আটক

আহম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও ঠেলাগাড়িসহ পাথর আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।

বিজিবি তথ্য সুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধীনস্থ বালিয়াঘাট বিওপির টহল দল ০৯ জানুয়ারি ভোররাতে সীমান্ত পিলার ১১৯৭/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ আটক করে,অন্যদিকে একইদিনে ভোররাতে লাউরগড় বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৫টি ঠেলাগাড়ি আটক করে,এছাড়াও গতকাল রাতে চাঁরাগাও বিওপির টহলদল সীমান্ত পিলার ১১৯৫/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ৩০বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভারতীয় পাথর ও ঠেলাগাড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments