সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীর নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়, নৌকার ভরাডুবি

নোয়াখালীর নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়, নৌকার ভরাডুবি

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি ) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. বেলায়েত হোসেন চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ১৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব পেয়েছেন ৪ হাজার ৫৪০ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগের খাজা খায়ের নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৪৯৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

নবীপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার নাছরুল্যাহ আল মাহমুদ মো. বেলায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা নৌকা প্রতীকের প্রার্থীর এমন ভরাডুবির জন্য যোগ্য প্রার্থী বাছাই না করাকে এবং দলীয় কোন্দলকে দুষছেন।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ার,ম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উল্যা (টেলিফোন, ১ হাজার ৪৮৯ ভোট), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. ইসমাইল হোসেন (হাতপাখা, ১৫৬ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সামছল হক (রজনীগন্ধা, ১২৭ ভোট)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments