রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ আটক ৩

টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ আটক ৩

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে ২১৪.৬০ ঘনফুট কাঠসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ট্রাক চালক জেলার বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, হেলপার বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ ও ট্রাক মালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান। টাঙ্গাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন জানান,ভোরে মহাসড়ক দিয়ে কাঠ ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে রসুলপুর এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগগপত্র পাওয়া যায়নি।

উদ্ধারকৃত ট্রাক ও কাঠ করে বন বিভাগে রাখা হয়েছে। আটককৃতদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments