বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeআন্তর্জাতিকযানজটের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে!

যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে!

বাংলাদেশ ডেস্ক: ভারতের মুম্বাই শহরের প্রবল যানজট বাড়াচ্ছে বিবাহ বিচ্ছেদের প্রবণতা। এমনটাই দাবি, বিজেপি নেতা মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী অমৃতার। তার দাবি, দেশের বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট।

অমৃতার বলছেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজটসহ বেশ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।’

শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকারের জমানায় মুম্বাই তথা মহারাষ্ট্রের রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে বলে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্রর স্ত্রী অমৃতা। যদিও তার এমন মন্তব্যের পিছনে রাজনীতি নেই বলে দাবি করে অমৃতা বলেন, ‘ভুলে যান আমি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ নারী হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।’

অমৃতার ওই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী অমৃতার নাম উল্লেখ না করে টুইটারে লেখেন, ‘দিনের সেরা কুযুক্তি দেয়ার পুরস্কার সেই নারী পাবেন যিনি বলেন, ৩ শতাংশ মুম্বাইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বেন না। আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments