শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় চুক্তিতে একজন মজুরের আয় ৭০০ টাকা

উল্লাপাড়ায় চুক্তিতে একজন মজুরের আয় ৭০০ টাকা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান আবাদে চারা লাগানোর ভরা মৌসুম চলছে৷ আবাদী মাঠের কাজে মজুরদের চাহিদা এখন সবচেয়ে বেশী ৷ বোরো ধান চারা লাগাতে দিন যেতেই গ্রামীণ দিন মজুরদের চাহিদা ও তাদের মজুরী টাকা বাড়ছে৷ বোরো ধান চারা লাগানোয় একজন মজুরের দিনের মজুরী এখন ৫শ টাকা ৷

এছাড়া সরিষা ফসল তোলা কাজেও একই হারে মজুরী নেওয়া হচ্ছে ৷ এদিকে বেশীর এলাকায় দিন হাজিরার বদলে মজুরেরা চুক্তিতে জমিতে বোরো ধান চারা লাগাচ্ছেন ৷ ধান চারা লাগানোর চুক্তিতে একজন সাত থেকে সাড়ে ৭শ টাকা আয় করছেন৷

উল্লাপাড়া উপজেলার সব মাঠেই এখন কৃষকেরা বছরের প্রধান বোরো ধান আবাদ মাঠে নেমেছেন ৷ কৃষকেরা জমি তৈরী ও চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন৷ মাঠের কাজে গ্রামীণ মজুরদের চাহিদা এখন বেড়েছে৷ খোজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে দিনমজুরেরা চুক্তিতে বোরো ধান চারা লাগাচ্ছেন ৷ এক শতক জমিতে ধান চারা লাগাতে ২৫ থেকে ২৭ টাকা নেওয়া হচ্ছে ৷ একজন মজুর চুক্তিতে ধান চারা লাগানোয় সাত থেকে সাড়ে সাতশো টাকা দিনে আয় করছেন ৷

নাগরৌহা গ্রামের কৃষক আঃ করিম মিয়া জানান ভেংড়ী গ্রামের একদল মজুর এলাকায় দিন হাজিরার বদলে চুক্তিতে জমিতে বোরো ধান চারা লাগাচ্ছেন ৷ ভেংড়ী গ্রামের দিনমজুর হাসেম মিয়া বলেন বোরো ধান চারা লাগানোয় তারা আট থেকে দশ জন দল বেধে চুক্তিতে কাজ করেন ৷ তবে বছরের অন্য সময় দিন হাজিরায় মজুরী বিক্রি করে থাকেন বলে জানান ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments