বাংলাদেশ প্রতিবেদক: বিরোধের জেরে বান্দরবানের রুমায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন-আবু ম্রো পাড়ার পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৬০), তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), লেং নি ম্রো (৩২), মেওয়াই ম্রো (৩০) ও রিং রাও ম্রো (২৮)।

মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার জানিয়েছেন, ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে রুমা থানার পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ চলাকালে উত্তেজিত পাড়ার লোকজন ওই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

রুমা থানা পুলশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, দুর্গম এলাকায় ঘটনা ঘটায় এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। পরে বিস্তারিত জানানো হবে।

Previous articleশ্রীমঙ্গলে ‘ফিনলে’ চায়ের গুদামে আগুন
Next articleবিয়ের দিনে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির প্রেমিকা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।