বাংলাদেশ প্রতিবেদক: কলিজার টুকরা ছেলের মৃত্যুর সংবাদ শোনার এক ঘণ্টা পর কাঁদতে কাঁদতে না ফেরার দেশে চলে গেলেন মা।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছেলে অমল রায় (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সকাল সাড়ে ৬টায় মারা যান। উঠানে ছেলের লাশের পাশে বসে অঝরে কাঁদতে কাঁদতে সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা শোভা রায় (৮০)।

মৃত অমল রায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত ননী গোপাল রায়ের ছেলে। মৃত অমল রায় দুই সন্তানের বাবা।

অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে নিজেদের বাইসাইকেলের দোকানে কাজ করতেন। বেশ কিছু দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।

আরও পড়ুন  ইয়ার্ডে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি
Previous articleরোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত
Next articleআফগানিস্তানকে ১৫৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।