বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত দেবরের নাম মো. তারেক রহমান (২৪) সে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।

গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে গত শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ভাবি গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বুধবার ২৩ মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে।

আরও পড়ুন  রাজশাহীর নির্মল বাতাস ধরে রেখেছে পরিবেশবান্ধব অটোরিকশা
Previous articleচৌহালীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Next articleআরডিআরএস বাংলাদেশ বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান শুরু করেছে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।