স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলায় নির্মানাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেটস্ খুনের ঘটনায় বেলারুশের নাগরিক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। রবিবার রাতে পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ড সাহা এর আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়।

বেলারুশের মাসেইয়ু উলাদজিমির প্রদত্ত জবানবন্দিতে হত্যার সাথে তিনজনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে ঈশ্বরদীর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম নিশ্চিত করেছেন।স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর গ্রেফতারকৃত তিন খুনি মাসেইয়ু উলাদজিমির, উরবানাভিচাস ও ফেদারোভিচ হেনাদ্জকে রাতেই পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠন নিকিমথ কোম্পানীর পরিচালক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৫২, তারিখ ২৭-০৩০২২।

প্রসঙ্গত: ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর ফাটে কাজাখস্তানের নাগরিক ভøাদিমির শভেটস (৫০) শনিবার রাতে খুন হয়। এ সময় আরও এক কাজাখ নাগরিক বেরেজনয় অ্যান্ড্রেও আহত হন। তিনি ঢাকার মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন বেলারুশ নাগরিককে আটক করে পুলিশ। আটিককৃতদের মধ্যে মাসেইয়ু উলাদজিমির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পুলিশ জানায়, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে গ্রীণসিটির ওই কক্ষে আলোচনার এক পর্যায়ে বেলারুশ নাগরিকদের সাথে কাজাখস্তানের নাগরিকদের মারামারির ঘটনা ঘটনা ঘটে। এসময় ধারালো ছুরি বা অন্য কিছুর আঘাতে এই খুনের ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন  ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশী
Previous articleবিচারের নামে যেন অবিচার না হয়: রাষ্ট্রপতি
Next articleচাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।