বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাআশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

শেখ রাজেন: জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দফায় দফায় দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চরচারতলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সঙ্গে শেয়াল বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া এ ঘটনায় সরাইল আশুগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ চার পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ আরও ২০ জন আহত হন।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments