বাংলাদেশ প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেলেপল্লীর দরিদ্র পরিবারের সন্তান মারুফা খাতুনের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৬।

শুক্রবার উপজেলা সদরের জেয়ালানলতা গ্রামে মারুফার বাড়িতে হাজির হয়ে তার হাতে শিক্ষা উপবৃত্তি তুলে দেন র‌্যাব সদস্যরা।

মারুফা বলেন, ‘পারিবারিকভাবে আর্থিক অনটনের মধ্য দিয়ে নিজের ইচ্ছাশক্তি ও সকলের দোয়াতে এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। কিন্তু ভর্তির জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকার প্রয়োজন। আমার হতদরিদ্র বাবার পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর সাতক্ষীরার র‌্যাব-৬ এর সদস্যরা ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিয়েছেন।’

তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম বলেন, ‘পরিবারটি খুব অসহায়। সহায়-সম্বলহীন মানুষ। গরীব পরিবারের মেয়েটি মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়ে এলাকার সুনাম বয়ে এনেছে। ভর্তির সুযোগ পেলেও ভর্তির টাকা নেই তাদের। র‌্যাবের পক্ষ থেকে ভর্তির জন্য সহায়তা করে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন র‌্যাবের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হুসাইন।’

র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হুসাইন বলেন, ‘র‌্যাবের কাজই হচ্ছে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। খবরটি পাওয়ার পর আমরা তাকে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিয়েছি। এছাড়া সমাজে মারুফার মতো এমন যারা রয়েছে তাদের পাশেও র‌্যাব দাঁড়াতে চায়।’

এ সময় সেখানে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম জিলুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  এনায়েতপুরে চাঞ্চল্যকর বিউটি হত্যার ৫ বছর পর রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিকসহ আটক ৩
Previous articleমির্জা ফখরুল কখন রাজাকারদের মুক্তিযোদ্ধা বলে বসেন শঙ্কা তথ্যমন্ত্রীর
Next articleপীরগাছায় ১৩ জুয়াড়ি গ্রেপ্তার, সবাই জেল হাজতে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।