বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১২ কিশোর

সোনারগাঁয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১২ কিশোর

বাংলাদেশ প্রতিবেদক: তাদের কারো বয়স ৯ কিংবা ১০ বছর, কারো বয়স ১১ কিংবা ১২। কৈশোরের দুরন্তপনায় সময় কাটে তাদের। এই বয়সে খেলাধুলার প্রতি ঝোঁক থাকে এসব কিশোরের। খেলাধুলার প্রতিযোগিতা অংশ নিয়ে পুরস্কার পাওয়ার চিন্তা মাথায় ঘুরঘুর করে অনেকের। তবে এর বিপরীতে ব্যাতিক্রম এক আয়োজনের মাধ্যমে পুরস্কার পেলে ১২ শিশু-কিশোর। তা হলো- একটানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে তারা পেলো সাইকেল, ঘড়ি, ধর্মীয় বইসহ নানা রকমের পুরস্কার।

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১২ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের হাজি তোফাজ্জল হোসেন মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতেই এ পুরস্কার দেন।

রোববার ১২ কিশোরের হাতে সাইকেল, ঘড়ি, ধর্মীয় বইসহ নানা পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কাজী সুমন, কাজী সিফাত, কাজী নজরুল ইসলাম, কাজী রোহান, জুনায়েদ, রায়হান, কাইয়ুম, সাজ্জাদ ও সিহাব।

জানা যায়, কোমলমতি এ কিশোরদের নামাজে আগ্রহী করতেই এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

শুরুতে অনেক কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সক্ষম হয় ১২ জন। রোববার সেই ১২ জনকে অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

গুলনগর জামে মসজিদের ইমাম মোসলেম মিয়া জানান, পুরস্কার ঘোষণার পর থেকে অনেক কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে। তারা ঠিক মতো নামাজ আদায় করছে কিনা তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেয়া হতো।

যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকত তখন তার গণনা বন্ধ করে দেয়া হতো। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ১২ জন বিজয়ী হয়।

প্রতিযোগিতার সময় তাদের শুধু নামাজই পড়ানো হয়নি; বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে। সেই সাথে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়।

স্থানীয়রা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত থাকত।

পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দারুস সালাম মাদরাসা মিরপুরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা।

আরো উপস্থিত ছিলেন- মুফতী শরিফুজ্জামান, মাওলানা শেখ সাদী, মাওলানা ক্বারী ইব্রাহীম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদুল্লা মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো: ইউসুফ ও মো: হাফেজ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments