জয়নাল আবেদীন: যাকাত হলো ইসলামের আর্থিক ইবাদত, ভোগে সুখ নেই, ত্যাগে প্রকৃত সুখ এ উদ্দেশ্যকে সামনে রেখে সরকারি যাকাত ফান্ডে ২ লাখ ২৬হাজার ৫শ টাকার একটি পে-অর্ডার রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর নিকট হস্তান্তর করেছেন রংপুর চেম্বার অব কমার্স ।

রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় দুঃস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধী পুনর্বাসন, দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যানমূক কাজে ব্যয়ের জন্য এ অর্থ প্রদান করেছেন।

সরকারি যাকাত ফান্ডে যারা অর্থ প্রদান করেছেন তারা হলেন চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, মোঃ রিয়াজ শহিদ শোভন, ওবায়দুর রহমান রতন, আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভূট্টু, মোঃ সাবিহুল হক, মোঃ জাভেদ হাসান, চেম্বারের সাধারণ সদস্যবৃন্দের মধ্যে মোঃ হারুন-উর-রশিদ, মিসেস মোর্শেদা খাতুন, মোঃ আজিজুল ইসলাম মুকুল, মোঃ সাদেক হোসেন মুন্না ও মোঃ বদরুদ্দিন আহমেদ।পে-অর্ডার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম মিন্টু, মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, মোঃ শাহজাহান বাবু, মোঃ আকবর আলী, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, খেমচাঁদ সোমানী রবি ।

Previous articleরংপুরে আত্মমানবতার সংগঠন নীড় আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঈদ উপহার বিতরণ
Next articleপাঁচবিবিতে উপজেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।