শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Homeসারাবাংলাঈদ পুনর্মিলনীতে জয়পুরহাটে প্রাক্তন ক্রিকেটারদের প্রীতি ম্যাচ

ঈদ পুনর্মিলনীতে জয়পুরহাটে প্রাক্তন ক্রিকেটারদের প্রীতি ম্যাচ

শফিকুল ইসলাম: ঈদ পুনর্মিলনীতে জয়পুরহাট ও দিনাজপুর জেলার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়পুরহাট জেলা স্টেডিয়ামে ১ উইকেটে জয় পায় জয়পুরহাট প্রাক্তন ক্রিকেট একাদশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে দিনাজপুর প্রাক্তন ক্রিকেট একাদশ। ১০ ওভার পরে জয়পুরহাট প্রাক্তন ক্রিকেট একাদশের বোলিং তোপে মুখে পড়ে তারা। জয় ৩ রাজু ২ রাজা ১টি করে উইকেট তুলে নেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২৫ ওভারে ১৯১ রান সংগ্রহ করেন দিনাজপুর প্রাক্তন ক্রিকেট একাদশ। জিসান ৩৮ হায়দার ২৪ আপেল ২২ রান করেন। ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ করেন জয়পুরহাট প্রাক্তন ক্রিকেট একাদশ। কাজল ৬৫ জয় ২৩ তারেক ১৮ মিদুল ২২ রান করলে ১ বল ১ উইকেট বাকি থাকতেই ১৯২ রানের লক্ষ্যে পৌঁছে দুর্দান্ত জয় পায় জয়পুরহাট প্রাক্তন ক্রিকেট একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কোষাধ্যক্ষ মাসুদ রেজা, কার্যনির্বাহী সদস্য রাসেল দেওয়ান মিলন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, বিসিবি জোনাল কোচ মনোয়ার হোসেন লিপু উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্ধসঢ়;বান জানান অতিথিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments