বাংলাদেশ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নুরুল করিম।
তিনি বলেন, বুধবার ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে চারজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন পানিতে তলিয়ে যায়। ঘটনার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা লোকেশ বৈদ্য (১৯) ও আজ সকালে অপুর্ব সাহার লাশ উদ্ধার করে।
লোকেস বৈদ্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যর ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন।