ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১’শ ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুর্জয় মন্ডল (২১) নামে একজনকে আটক করেছে।
গতকাল বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ধুলাউড়ী মোহনী এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটককৃত দুর্জয় মন্ডল হচ্ছে জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া মন্ডলপাড়ার শ্রী রানা মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল বুধবার রাত প্রায় সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ধুলাউড়ী মোহনী গ্রামের ঈদগাহ মাঠ হতে তালপট্টিগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ উক্ত ব্যক্তিকে আটক করে।
সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।