পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ মে বৃহঃবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাব ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বিআরডিবি চত্বরে তিনতলা বিশিষ্ট ভবণটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,
সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, ওসি ফজলুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ মাহমুদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
ভবণটিতে সাধারণ কক্ষ, আধুনিক সুবিধা সমৃদ্ধ হলরুম ও জিমনেশিয়াম থাকবে।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, ভবণ নির্মাণের কাজটি শুরু করলাম। সকলের সহযোগিতায় আমরা কাজটি শেষ করতে চাই।