বাবুল আকতার: নওগাঁর সাপাহারে উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে আটককৃত অবৈধ ১৩টি চায়না দুই দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে।
মৎস্য অফিস সুত্রে জানা যায়, উপজেলা জবাই বিলের মহিষডাঙ্গা খাড়িতে অবৈধ চায়না দুই দুয়ারী রিং জাল পেতে বেশ কিছু দিন ধরে দেশীও প্রজাতীর মাছ শিকার করছিল স্থানীয় কিছু লোকজন। সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাতে উপজেলা মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে ১৩টি চায়না দুই দুয়ারী রিং জাল আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে আটককৃত জালগুলো মঙ্গলবার বিকেল ৫টার সময় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারের সামনে ফাঁকা মাঠে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলমামুনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় সেখানে উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ভবিষ্যতে উপজেলার সকল খাল বিল নদী নালায় অবৈধ চায়না রিং জালের ব্যবহার রোধে অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।