You are currently viewing রংপুরের পরশুরাম থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি হারা-সম্পাদক মামুন

রংপুরের পরশুরাম থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি হারা-সম্পাদক মামুন

জয়নাল আবেদীন: রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষে থানা গঠনের ৪ বছর পর মহানগর আওয়ামী লীগের ৬ থানার সম্মেলনের উদ্যোগ নেয় বাংলাদেশ আওয়ামীলীগ। ইতিমধ্যে এই থানার সম্মেলনসহ ৫ থানার সম্মেলন সম্পুর্ণ হলো। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মÐল। সম্মেলনের প্রথম অধিবেশন চলে সন্ধ্যা পর্যন্ত। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। শুক্রবার দিবাগত রাত ৩ টায় রংপুর সার্কিট হাউজে সম্মেলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সম্মেলনে সাবেক যুবলীগ নেতা রসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায় হারাকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা করা হয়েছে।এর আগে শুক্রবার বিকেলে বুড়িরহাট আনন্দলোক ডিগ্রি কলেজ মাঠে রংপুর পরশুরাম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে রংপুর সার্কিট হাউজে রাত ৯ টায় পরশুরাম থানার অন্তর্ভুক্ত ৩ ওয়ার্ডের ১০৮ জন দলীয় কাউন্সিলর নিয়ে ২য় অধিবেশন শুরু হয়। প্রার্থীতা যাচাই বাছাই করে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের সাক্ষাৎকার। পরে রাত ৩ টার দিকে উপস্থিত সকল দলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু রমেশ চন্দ্র সেন এমপি।

কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি আসাদুল্লাহ আসাদ, রসিক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, ওয়াহেদুল করিম, সহ-সাধারণ সষ্পাদক মাহাফুজার রহমান লিমন, জোবায়েদ কিবরিয়া, প্রচার সষ্পাদক জমসেদ আলী। এ সম্মেলনে ৫ জন সভাপতি ও ৭ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। উল্লেখ্য, রংপুর পরশুরাম থানা আওয়ামী লীগ রংপুর মহানগরের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

আজকের বাংলাদেশ

আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।