শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলা'গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় বাংলাদেশে প্রতিদিন ১৫ জন মায়ের মৃত্যু ঘটে'

‘গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় বাংলাদেশে প্রতিদিন ১৫ জন মায়ের মৃত্যু ঘটে’

জয়নাল আবেদীন:’মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর উদ্যোগে এডভোকেসী সভায় বক্তারা বলেছেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নারীর পাশাপাশি পুরুষদেরও সচেতন করতে হবে। কারণ পুরুষরা এখনও পরিবারের কর্তা হিসেবে ভূমিকা পালন করছে। এ বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৫ জন মায়ের মৃত্যু ঘটে।

প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিচুনী, গর্ভকালীন জটিলতা, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ও পরিবারের অবহেলা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। মাতৃমৃত্যুর এই কারণসমূহ পুরেপুপরিভাবে প্রতিরোধযোগ্য । গতকাল সোমবার দুপুরে রংপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভায় জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইব্রাহিম খান।

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রংপুরের উপ পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যলয়ের পরিচালক আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো : জাকিরুল ইসলাম , পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী , পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল , ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments