মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলামহানবীকে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পাভেল মিয়া: সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন

জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি. কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।

আজ শুক্রবার (১০ জুন) দুপুর ৩ টায় শহরের নছর উদ্দিন মার্কেট থেকে বের হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়।

সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, এহেন অসভ্য কর্মকাণ্ডের প্রতিবাদ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকেও অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।

তিনি বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে উঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে।

কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরে আলম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন জিহাদী, যুব আন্দোলনের জেলা সভাপতি শেখ নূর মোহাম্মদ, সহ-সভাপতি শরীফুজ্জামান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন এর জেলা সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি আসিফ মাহদী, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments