সুজন মহিনুল: নীলফামারীর ডিমলায় গত শনিবার রাতে দুর্বৃত্ত কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,ছাত্রলীগ-যুবলীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ ফজলুল হক মনির ছবি,মোটরসাইকেল,আসবাবপত্রসহ একটি রেষ্টুরেন্ট ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে আওয়ামী লীগ।

সোমবার(১৩ জুন)দুপুরে আওয়ামী পরিবারের ব্যানারে বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ করে সেখানে ফিরে মানববন্ধনে মিলিত হয়।এতে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী অঙ্গ সংগঠন গুলোর নেতাকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ রায় নিরু,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি,বিজয় চত্ত্বর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সরকার,জাতীয় শ্রমিক লীগের ডিমলা উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মাসুম কবীর,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ময়নুল হক,উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহানারা বেগম,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির কানন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমূখ।বক্তারা এ সময় পুলিশের সামনেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন  অন্যায়কারীদের কাছে অসহায় সাধারণ কৃষক, ১৪৪ ধারা ভঙ্গ করে চলছে পুকুর খনন
Previous articleড. কামাল হোসেনের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
Next articleঈশ্বরদীর দুই চালকলে অভিযান: অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে চাল বাজারজাতের অপরাধে জরিমানা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।