বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়াতে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জাহাজমারা গ্রামের মেঘনা নদীর পাড় সংলগ্ন ফরেস্ট থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টে অভিযান একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।