মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এক বছর ধরে সেতু নির্মান কাজ বন্ধ

উল্লাপাড়ায় এক বছর ধরে সেতু নির্মান কাজ বন্ধ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোর খালে একটি সেতু নির্মানের কাজ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে ৷ প্রায় পঞ্চাশ ভাগ কাজ করার পর ঠিকাদার অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ৷ এলজিইডি থেকে একাধিকার লিখিত তাগাদা দেওয়া হয়েছে ৷

উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কে সড়াতৈল গ্রামে ফুলজোর খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়ক সেতু নিমার্ণে ২ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৭৯১ টাকা বরাদ্দ হয় । ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিএইচবি এন্ড এলই – জেভি ২০২০ সালের অক্টোবর মাসে ৫৪ মিটার লম্বা সড়ক সেতুটির নির্মান কাজ শুরু করে ৷ সেতুটির প্রায় পঞ্চাশ ভাগ কাজ শেষ হওয়ার পর হঠাৎ করেই এর নির্মান কাজ বন্ধ হয়ে যায়। এলজিইডির বেধে দেওয়া সময় অনুযায়ী ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এর কাজ শেষ হবার কথা ছিলো বলে জানা গেছে ।

আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে সেতুটি নির্মাণ এলাকায় ফেলে রাখা বিভিন্ন মালামাল সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার পথে ৷ একাধিক ব্যাক্তি জানান আজ শনিবার সকালের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে একজন এসে সবকিছু দেখে গেছেন ৷ সড়াতৈল গ্রামের কৃষক আঃ বারী , তাঁত শ্রমিক রাশিদুল ইসলাম জানান, সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কের মাঝে ফুলজোড় খাল পারাপারে দীর্ঘদিন ধরে দূর্ভোগের অবসানে সেতুটি নির্মাণ কাজ শুরুতে তাদের মনে বেশ খুশীভাব এসেছিলো ৷ তাদর দাবী ও অনুরোধ সেতুটির নির্মাণ দ্রুত শুরু ও শেষ করা হোক ৷

ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমকে জানানো হয় কম সময়ের মধ্যে সেতুর বাকী কাজ শেষ করা হবে । উল্লাপাড়া এলজিইডিথর উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান,জানান,এর আগে অফিস থেকে ঠিকাদারকে কাজটি শেষ করার জন্য একাধিক বার চিঠি দেওয়া হয়েছিল ৷ গত ক’দিন আগে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার সময় সীমা বেধে দিয়ে শেষ বারের মত চুড়ান্ত চিঠি দেওয়া হয়েছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments