বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে কপোতাক্ষ নদে ঈদুল আজহা উপলক্ষে নৌকা বাইচ

কেশবপুরে কপোতাক্ষ নদে ঈদুল আজহা উপলক্ষে নৌকা বাইচ

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে ঈদুল আজহা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কপোতাক্ষ নদের কেশবপুরের ত্রিমোহিনী অংশে উপজেলার ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসর ওই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

নৌকা বাইচ দেখার জন্য নদের দু’পাড়ে হাজারও মানুষের ছিল উপচে পড়া ভিড় হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৭টি দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ নদের আড়ু মাথা থেকে ত্রিমোহিনী বাজারের সাঁকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা দল। দ্বিতীয় হয়েছে কেশবপুরের গোপসানা ও তৃতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি দল।

উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ, আনারুল ইসলাম, মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ, আলামিন হোসেন, আবুল বাশার, সনজিৎ দত্ত, গ্রাম পুলিশ মুনজুর রহমান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা উপজেলার ভরত ভায়না(ভর্তে) গ্রামের সলেমান সরদার বলেন, এক সময় নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। বর্তমানে সেটি বিলুপ্তির পথে। কপোতাক্ষ নদের বুকে অনেক দিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা হওয়ায় দেখতে এসেছি। ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও ঈদ উপলক্ষে মানুষকে আনন্দ দিতে কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারও মানুষের উপস্থিতি প্রমাণ করে। মানুষ এসব গ্রামীণ সংস্কৃতি দেখতে চাই। নৌকা বাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ঈদ উপলক্ষে স্থানীয় যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments